ভোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ

 

 

ষ্টাপ রিপোর্টার

ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ১৪ঘর তেমাথা মসজিদ সংলগ্ন এয়াকুব আলী হাওলাদর বাড়ীর মাওঃ শামছুদ্দিন সাহেবের উপর গত ১৯শে জুলাই তার বাড়িতে নিজ বসত ঘরে অবস্থান করলে , সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করিয়া হাজী নাজিমুদ্দিন হাওলাদর (পণ্ডিত) এর নেতৃত্বে তাজুল ইসলাম ও তার ছেলে শামীম, সজিব,বাড়ির কামাল সহ দেশি অস্ত্র দা,কাঁচি ও লাঠি নিয়ে তার উপর হামলা করে। তাকে যখন মারার জন্য তার ঘরে প্রবেশ করার চেষ্টা করে তখন মাওঃ শামছুদ্দিন এর ভাড়াটিয়া হারুন বাধা দিয়ে প্রতিহত করে , সে না থাকলে একটা অঘটন ঘটার সম্ভাবনা ছিল। মাওঃ শামছুদ্দিন সাহেব বাড়িতে থাকেন না, তারা শহরে থাকেন মাঝে মধ্যে বাড়িতে আসেন, এ সুযোগ কাজে লাগিয়ে তার জায়গা জমিন সহ সব কিছু জুলুম করে বাড়ির হাজি নাজিমুদ্দিন (পন্ডিত) এর নেতৃত্বে তাজুল ইসলাম সহ আরো অনেকে ভোগ করছে, তার প্রতিবাদ করার কেউ নেই, একমাত্র ছেলে প্রবাসী, এই নাজিমুদ্দিন ও তার ভাই রফিউদ্দিন মাওঃ শামছুদ্দিন সাহেবের কাছ থেকে জমি দলিল নিয়া আজ প্রায় ২৫বছর গত হল টাকা দিচ্ছে না এ নিয়া অনেক শালিসি হয়েছিল এলাকার জনগন ও মেম্বার সাহেব ছিলেন। তাই আমি এলাকার একজন সাধারণ জনগন হিসেবে এই নিরীহ মাওঃ শামছুদ্দিন সাহেবের উপর সুপরিকল্পিত হামলা্র তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি! ভোলা জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

SHARE