ভোলায় ঘুমন্ত স্বাস্থ্য বিভাগ,মনপুরায় বেজাল ঔষধের ছাড়াছড়ি

আল মাহামুদ #
ভোলার মনপুরায় বেজাল ঔষধ বিক্রয়ের ছাড়াছড়ি ও বেশির ভাগ দোকানদার ড্রাগ ছাড়া ঔষধ বিক্রয় করা অভিযোগ পাওয়া যায়। জানা যায় অবহেলিত এ জনদ্বীপটি স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে মনপুরা প্রশাসন ও ঔষধ প্রশাসনকে দায় করছেন সাধারন মানুষ।

এদিকে ঔষধের গায়ের মূল্য না থাকায় ইচ্ছেমত দামে বিক্রয় করা হয়, কয়েক জন ক্রেতা এমনটা ই জানিয়েছেন। এমন কি মিটফোর্ড থেকে বেজাল ঔষধ ও মেয়াদ উত্তীর্ন ঔষধ বিক্রয় করার খবর পাওয়া যায়।।

এ বিষয়টি নিয়ে মনপুরা স্বাস্থ্য কর্মকর্তা ডঃ মাহামুদুর রশিদ জানান,আমি এ বিষয়ে উপজেলায় নির্বাহী অফিসার মহোদয়ের সহযোগিতায় দূরুত্ব ব্যবস্থা গ্রহন করা হবে।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহি অফিসারকে বেশ কয়েকবার মুঠো ফোনে চেষ্টা করেও পাওয়া যায় নি।

ভোলা ঔষদ প্রশাসনের ড্রাগ সুপার সাফ জানিয়েছে লাইসেন্স বিহীন ঔষধ বিক্রয় বে আইনি এবং বেজাল ঔষধ বন্ধে অতি দূরুত্ব মাঠে নামবে ঔষধ টিম।।

SHARE