ভোলায় ও.কে. মোবাইল ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

শহর প্রতিনিধি ঃ

ভোলায় ওয়ান ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ও.কে. ওয়ালেট মোবাইল ব্যাংকিং কার্যক্রমেরউদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে ভোলা শহরের ওয়েষ্ট্রার্ন পাড়া ওকে ওয়ালেটের ডিস্ট্রিবিউটর হাউজ আলভী এন্টার প্রাইজের হল রুমে দোয়া মোনাজাতের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংক এর চ্যানেল ম্যানেজম্যান্ট মোবাইল ব্যাংকিং শাখার সহকারী ব্যবস্থাপক মো. মিরাজ উদ্দিন খান, এ রহমান এন্ড সন্স এর ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গির কিবরিয়া, আলভী এন্টার প্রাইজের স্বত্বাধিকারী মো. আকতার হোসেন, নাজিম উদ্দিন নিক্সন ও মো. মনির হোসেন, ভোলা পৌর আওয়ামী লীগ সভাপতি মো. নাজিবুল্লাহ নাজু, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম, ভোলা পৌরসভা ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. শামিম, পশ্চিম বাপ্তা আর্দশ স্কুল এন্ড কলেজের অ্যধক্ষ মো. রফিকুল ইসলাম, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম প্রমূখ।
এ সময় ওকে ওয়ালেট কর্মকর্তারা জানান, গ্রামের মানুষের ব্যাংকের প্রতি অনিহা দুরীকরনের লক্ষ্যে ২০১৩ সালে ওয়ান ব্যাংক ওকে ওয়ালেট নামে মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু করে। মাঝ খানে কয়েক বছর বন্দ থাকার পর ২০১৮ সাল থেকে ১৬টি জেলায় তাদের কার্যক্রম আবারও চালু করা হয়। পর্যায়ক্রমে বাংলাদেশের প্রতিটি জেলায় এ কার্যক্রম চালু করা হবে।
তারা আরও জানান, ওকে ওয়ারেটের মাধ্যমে অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের মত টাকা লেনদেন, বিদ্যুত বিল, পানি বিল, শিক্ষার্থীদের স্কুলের বেতনসহ সকল সুবিদা পাওয়া যাবে। এটির অন্যতম বৈশিষ্ঠ হল এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্রের সরকারি ফি জমা দেয়া যায়। পার্সপোর্ট ফি জমা দেয়ার বিষয়টিও খুব দ্রুত চালু কার হবে বলেও জানান কর্মকর্তারা।

SHARE