ভোলায় আরো ৭ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৮৩

 

মোঃ আরিয়ান আরিফ।।

ভোলায় এক স্বাস্থ্যকর্মী ও এক নারীসহ নতুন করে আরো ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরা মধ্যে তজুমদ্দিন উপজেলায় এক স্বাস্থ্য কর্মীসহ চার জন, লালমোহন উপজেলায় এক নারীসহ দুই জন, বোরহানউদ্দিন উপজেলায় এক জন রয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৩ জন। আজ শুক্রবার রাতে সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় এ পর্যন্ত ১৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫২ জন। মৃত দু’জন বাদে বর্তমানে আক্রান্ত আছেন ১২৯ জন। সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৮০ জনের মধ্যে সুস্থ ৩০ জন। দৌলতখানে আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ ২ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ২৪ জনের মধ্যে সুস্থ ৩ জন। লালমোহনে আক্রান্ত ২০ জনের মধ্যে সুস্থ ২ জন। চরফ্যাশনে আক্রান্ত ২৪ জনের মধ্যে সুস্থ ৬, মনপুরা উপজেলায় আক্রান্ত ৯ জনের মধ্যে সুস্থ ৭ এবং তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৮ জনের মধ্যে সুস্থ ২ জন। আক্রান্তদের মধ্যে ৩ জন ভোলা জেনারেল হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে আছে। বাকিরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় তিন জনের মৃত্যু হয়েছে।

এদিকে সিভির সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, এ পর্যন্ত ভোলা থেকে ৩ হাজার ৭৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ২ হাজার ৫৮৫ জনের। এর মধ্যে ২ হাজার ৪০২ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ১৮৩ জনের পজেটিভ আসে।

SHARE