ভোলায় আইনশৃঙ্খলা সভায় কোস্টগার্ডের মাঝিনিয়ে তোফায়েল আহমেদের ক্ষোভ

 

নিউজ ডেস্ক।। ভোলায় জেলা আইনশৃঙ্খলাবিষয়ক সভায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি প্রশ্ন রাখেন, কোস্টগার্ড স্বয়ংম্পূর্ণ হওয়ার পরও তাদের বেসরকারি মাঝি কেন? মাঝিদের বিরুদ্ধে নদীতে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। সভায় নদীতে সাধারণ জেলেদের কাছ থেকেও চাঁদাবাজি করা হয় বলে অভিযোগ তোলেন জেলা সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন। ওই সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তোফায়েল আহমেদ চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সভায় বলা হয়, কোস্টগার্ডের বহুসংখ্যক সদস্য রয়েছেন। তাদের দ্রতগামী আধুনিক নৌযান থাকা সত্ত্বেও বেসরকারি মাঝি বা লোক রাখবেন কেন? কোস্টগার্ড জোনাল কমান্ডারের সঙ্গে বৈঠক করবেন বলে সভায় জানান জেলা প্রশাসক মো. তৌফিক ই লাহী চৌধুরী। তোফায়েল আহমেদ বলেন, কেউ যাতে অসহায় মানুষের সম্পদ দখল করতে না পারে, সেজন্য স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে হবে। ভোলা-৪ আসনে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনে নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনে আলী আজম মুকুল ও ভোলা-১ আসনে তোফায়েল আহমেদ নিজে সংসদ-সদস্য হিসাবে আছেন। তিনি বলেন, বর্তমানে জেলায় সুন্দর পরিবেশ বিরাজ করছে। কোনো হানাহানি মারামারি নেই। প্রতিটি সংসদীয় এলাকায় উন্নয়ন কাজ চলমান রয়েছে। এমন পরিবেশ যাতে বিনষ্ট না হয় সেই লক্ষ্যে সরকারি কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সভায় জেলা প্রশাসক মো. তৌফিক ই লাহী চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন-ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, মনপুরা উপজেলা চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আব্বাস উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক, নাগরিক কমিটির সভাপতি আবু তাহের, প্রেস ক্লাব সম্পাদক অমিতাভ অপু ও জেলা শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস।

SHARE