ভোলায় সরকারি কর্মচারিদের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

বিপ্লব রায়ঃ –
আজ সারা বাংলাদেশে একযোগে ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীরা জেলা প্রশাসকের মাধ্যামে প্রধানমন্ত্রীর কাছে আট দফা দাবী আদায়ে স্মারকলিপি প্রদান করেছেন।

এ অংশ হিসাবে আজ দুপুর ১২টায় দিকে ভোলা জেলা প্রাশাসন কার্যালয়ে স্মারকলিপি প্রদান অংশ নেন সর্বস্থরের ১১- ২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীগন। সরকারি চাকুরিজীবীদের পক্ষে প্রতিনিধিত্ব করেন,এক মানবতাবাদী সংগঠক জামাল উদ্দিন টিটব।

লিখিত আট দফা দাবী ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকি কাছে হস্তান্তর করেন চাকুরিজীবীদের একটি প্রতিনিধিত্ব দল।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিটব বলেন…মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা, তিনি এ যোক্তিক দাবীগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে আমরা আশাবাদী এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া আমরা ন্যাযদাবী গুলো দেখার কেউ নেই।

পরিশেষে সকল কর্মচারিদের এক হয়ে বেতনবৈষম্য,নিয়োগবিধিসহ ৮ দফা দাবী আদায়ে মাঠে এসে আগামী সকল কর্মসূচি সফল করতে আহ্বান জানান সরকারি চাকুরিজীবিদের এক অংশ।

SHARE