ভোলার ভেদুরিয়া আ’ লীগের দুই গ্রুপের সংঘষ আহত ৭।

বিশেষ প্রতিনিধিঃভোলা নিউজ।
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের গত শুক্রবার রাত্র ১১ টার সময় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক তারেক ও ইউনিয়ন আ’লীগ নেতা বর্তমান ইউপির সদস্য সিরাজ গোলদারের সমর্থকদের মধ্যে হামলা মারধর ও ব্যাপক সংর্ঘষের ঘটনা ঘটেছে। এ সময় ব্যাংকের হাট বাজারের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান, ভাঙচুরেরও ঘটনা ঘটেছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বিচার শালীশকে কেন্দ্র করে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক তারেকের সাথে ভেলুমিয়া পলিশ ফাঁরিতে কথার কাটাকাটি হয়,বর্তমান ইউপি সদস্য সিরাজ গোলদাররের সাথে। এক পর্যায়ে সিরাজ গোলদার উত্তেজিত হয়ে যুবলীগ নেতা তারেক কে হুমকি ধামকি ও গাল মন্দ দিয়ে থাকেন। এ সময় ভেলুমিয়া পুলিশ ফাঁরির ইনর্চাজ আরমান হোসেন দু পক্ষের উত্তজিত হওয়া দেখে বিচার শালীশের একটি তারিখ ধার্য করেন আগামী ৭ এপ্রিল।কিন্তু ফাঁরির ইনর্চাজের কথা অমান্য করে,সিরাজ গোলদার তার বাহিনী দিয়ে তারেকের উপর অ্যাটাক করে মারধর চেষ্টা করলে তারেক এক পর্যায়ে তাদের হাত থেকে পালিয়ে যায়। পরে ব্যাংকে হাট চত্বরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।এ ঘটনায় তারেক সহ অন্তত ০৭ জন আহত হয়েছে। আহতরা হলেন- মো: সবুজ, শিবলু, সেলমি, জসিম, জাহাঙ্গীর, আব্দুল মান্নান, নিরব, মো: আইয়ুব,… আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহতদের ভোলা সদর হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসেন।

SHARE