ভোলার বানভাসি মানুষের স্বপ্ন পুরণে আরো একধাপ এগিয়ে

 

মনজু ইসলামঃ

ভোলার বানভাসি মানুষেরনুষের স্বপ্ন পুরনে সরকারকে কৃতজ্জতা জানিয়েছেন এমপি আলী আজম মুকুল। দৌলতখান উপজেলাধীন ভবানীপুর থেকে চকিঘাট হয়ে চরপাতার কাজি বাড়ি পর্যন্ত এবং হাকিমুদ্দিন বাজার রক্ষাসহ ৫২২ কোটি টাকার নদীর তীর সংরক্ষনের ব্লক বাঁধ প্রকল্পটি আজ অনুমোদিত হয়েছে। এতে দৌলতখান বোরহানউদ্দিনের বানভাসি মানুষের আজন্ম স্বপ্ন পুরন হওয়ায় আনন্দ উল্লাস প্রকাশ করেছে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার মানুষ। ভোলা ২ আসনের এমপি আলীাজম মুকুল সরকারের প্রতি কৃতজ্ঞা জানিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আজ আমার স্বপ্ন স্বার্থক হয়েছে। আমি প্রথমেই আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শোকরিয়া প্রকাশ করছি, যিনি সকল প্রশংসার মালিক। আমি আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগনের পক্ষ থেকে বিশ্ব মানবতার মা, ১৮ কোটি বাঙালির অভিভাবক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী – জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা আজ জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) সভায় অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।আল্লাহ আপনাকে দীর্ঘজীবি করুক। এদিকে একনেকে বর্ষা মৌসুমের কাছাকাছি সময়ে এই প্রকল্প

অনুমোদন হওয়ায় সংকাও প্রকাশ করেছেন নদীর পাড়ের মানুৃষ। তাদের দাবী বর্ষা মৌসুম শুরুর আগেই যেন টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ বাস্তবায়ন শুরু হয়।

SHARE