ভোলার বদলে যাওয়া ট্রাফিক ব্যবস্থায় পুরুস্কিত শাহে আলম,

ডেস্ক: সংবাদ-ভোলানিউজ.কম,

গত কয়েক বছর ধরে হযবরল অবস্থায় চলা ট্রাফিক ব্যবস্থা বদলে দিয়েছেন টিআই ফয়সাল ও সার্জেন্ট আরিফ। ভোর বেলা ঘুম থেকে উঠলেই পত্রিকার পাতায় ভোলার রোড এক্সিডেন্টের খবর ছিল নিত্য দিনের ঘটনা। সব ছাপিয়ে ভোলার ট্রাফিক ব্যবস্থা বদলে দিয়েছেন একজাঁক তরুণ ট্রাফিক পুলিশ অফিসার তারই ধারবাহিকতায় মাসিক কল্যাণ সভায় পুরুস্কিত হলেন ট্রাফিক এএসআই শাহে আলম। ভোলার সর্বকালের সফল পুলিশ সুপার মোঃ মোকতার হোসেনের হাত থেকে গতকাল এ পুরুস্কার নিয়েছেন শাহে আলম।

পুরুস্কার প্রাপ্তির পর শাহে আলম ভোলানিউজকে তার প্রতিক্রিয়ায় জানান, মহান আল্লাহর প্রশংসা করছি একারনে যে উনি ভোলার মতো একটি জায়গায় পুলিশ সুপার মোকতার স্যারকে দায়িত্বে রেখেছেন। স্যারের সাথে আমাদের মতো ছোট অফিসারদের বেশি কথা বলার সুযোগ হয় না। যখনি হয় তখনি স্যার ভোলার মানুষের খোজ-খবর নেন। বিশেষ করে বাংলার স্কুলের মোড় দিয়ে কোমলমতি শিক্ষার্থীরা যাতে নিরবিঘ্নে স্কুলগুলোতে যেতে পারে এবং নছিমন,করিমনসহ সকল অবৈধ যানে যাতে করে রাস্তাঘাটে কোন প্রকার দূর্ঘটনা না ঘটে সেদিকে নজর দেয়ার জন্য বার বার তাগিদ দিয়ে থাকেন। তার এই নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে আজকে আমার এই অর্জন। টিআই ফয়সাল স্যার এবং আরিফ স্যারের অক্লান্ত পরিশ্রমে ভোলা শহরের যানজট মুক্ত হয়েছে। বিছিন্ন দূর্ঘটনা অনেক নিয়ন্ত্রনে এসেছে। সড়ক পথে অবৈধ মাদকসহ চোরাচালানী শূণ্য’র কোটায় নেমে এসেছে বলেও তিনি জানান।

(আল-আমিন এম তাওহীদ,৬ডিসেম্বর-২০১৮ইং)

SHARE