ভোলার দৌলতখান চরপাতায় আগামীকাল নির্বাচন, ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা।।

 

ভোলা প্রতিনিধি।।আগামী কাল বৃহস্পতিবার (২৫ মে) ভোলার দৌলতখান উপজেলার ৩ নং চরপাতা ইউনিয়নের উপনিবার্চন। বুধবার (১৭ মে) সরেজমিনে দেখা গেছে, প্রার্থীর কর্মী-সমর্থকদের প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠে পুরো চরপাতা ইউনিয়নে।

এবারের নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর মাথা ব্যথা দলীয় বিদ্রোহী প্রার্থী। তবে ভেদাভেদ ভুলে উন্নয়নের আশায় দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা বিভিন্ন জায়গায় সভা-সমাবেশ করে নানা প্রতিশ্রুতি দিয়ে চলেছেন। মঙ্গলবার সন্ধ্যায় চরপাতা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে, মাঝি বাড়িতে চরপাতা ইউনিয়নের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুল হাইয়ের পক্ষে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সহ সভাপতি মনজুর আলম খান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার জাহাঙ্গীর, উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক ও হাজিপুর ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, মেদুয়া ইউপি চেয়ারম্যান মনজুর, চরখলিফা ইউপি চেয়ারম্যান অমি চৌধুরী, মদনপুর চেয়ারম্যান নান্নু, উত্তর জয়নগর চেয়ারম্যান বশির, দক্ষিণ জয়নগর ইউপি চেয়ারম্যান বাচ্চু, চরপাতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চরপাতা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরসলেমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম বলেন, বিভিন্ন মাপকাঠিতে যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীকেই মনোনয়ন বোর্ড নৌকা প্রতীক দিয়েছেন। দলের সকল নেতাকর্মীকে নৌকার বিজয়ের জন্য কাজ করতে হবে। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ ভোটারদেরকেও চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীদের ভোট দেওয়ার আহবান জানান তিনি। ভোটাররা জানান, নৌকার প্রার্থী আঃ হাইর জনপ্রিয়তা সবচেয়ে বেশি। অনেক আগের থেকে তিনি এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকে।
এলাকার জনগণ তাকে চরপাতার চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। তাদের বিশ্বাস তিনি এলাকার উন্নয়নমূলক কাজের পাশে থাকবে। চরপাতা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। বঙ্গবন্ধুর নৌকা নিয়ে আমি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। জয় আমাদেরই হবে। আমি বিজয়ী হলে এই ইউনিয়ন থেকে মাদক ও সন্ত্রাসকে বিতাড়িত করব। এলাকার মানুষের জন্য বাসযোগ্য একটি সুন্দর ইউনিয়ন উপহার দেওয়ার আশ্বাস দেন তিনি।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE