বোরহানউদ্দিনে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রবাসীর সাংসার ভাংঙ্গার অভিযোগ।।

 

বোরহানউদ্দিন প্রতিনিধি।।ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আবদুল কাদের (৩২) বোরহানউদ্দিন উওর বাসস্ট্যান্ডের ফার্নিচার ব্যবসায়ী তার নেশা ও পেশা প্রবাসীদের বাড়ীতে ফার্নিচার বানানো নাম করে প্রথমে মোবাইল নাম্বার সংগ্রহ করে পরে প্রেমের ফাঁদে ফেলে লক্ষ টাকা হাতিয়ে নেয়। তেমনি করে মানিকার এক প্রবাসীর স্ত্রী’কে প্রেমের ফাঁদে ফেলে তার সুখের সংসার নস্ট করে দেয়। এবং খনকারি করে তার স্বাভাবিক জীবন অস্বাভাবিক করে তুলে আবদুল কাদের। প্রবাসীর স্ত্রী তার ছেলে, মেয়ে ও স্বামীকে চিনতে পারেনা এমন অভিযোগ ভুক্তভোগীর বাবার। তিনি আরও বলেন- এলাকার কিছু প্রভাবশালী নেতা আছে তাদের সেল্টার পেয়ে এই ধরনের অপরাধ ও অপকর্ম করে পার পেয়ে যায়। তার বিরুদ্ধে আমার একটি মামলা করি এবং জামিন নিয়ে এসে আমাকে মোবাইলের মাধ্যমে হুমকি দিয়ে আসছে। প্রেমের ফাঁদে ফেলে অনেক প্রবাসীর সংসার নস্ট করেছে, গোয়েন্দা সংস্থার কাছে অনুরোধ তদন্ত সাপেক্ষে আবদুল কাদেরের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হউক।আবদুল কাদেরের প্রথম বউ বলেন- আমার স্বামী এর আগেও অনেক প্রবাসীর স্ত্রীর সাথে সম্পর্কে জড়ায় স্হানীয় লোকজনের সহায়তা তাকে ফিরিয়ে আনা হয়। তার খারাপ কাজে আমি বাঁধা দিলে আমার ওপর নির্যাতন চালায়। আমাকে ডিভোর্স দিয়ে দিবে বলে হুমকি দেয়। ৬-০৩-২০২২ ইং তারিখে ভোর রাতে প্রবাসীর স্ত্রী কে নিয়ে পালিয়ে যায়, এর কয়েক দিন পরেই আমাকে ডিভোর্স দিয়ে দেয়, আমার ২ টি ছেলে নিয়ে কি করবো কোথায় যাবে। পরে আমি বাদী হয়ে কোর্টে মামলা দায়ের করি, বর্তমানে আমার দায়ের কৃত মামলায় হাইকোর্ট হতে জামিনে এসে আমাকে হুমকি দিয়ে আসছে। আমি মামলা না উঠালে মেরে ফেলার হুমকি দেয়। আমি প্রশাসনের সহযোগিতা চাই।স্হানীয় সূত্রে জানা যায় – আবদুল কাদের বোরহানউদ্দিন উত্তর বাসস্ট্যান্ডে ছোটখাটো একটি ফার্নিচারের দোকান ছিলো হঠাৎ দেখি আরও ২টি নতুন দোকান করে পরে লোকমুখে শুনতে পাই বিদেশি বউদের সাথে সম্পর্ক করে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। তারা আরও বলেন এমন অনেক লোকের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেন আবদুল কাদের।

SHARE