বার্ষিক শিক্ষাসফরে ভোলা আদর্শ একাডেমি।।

মেসকাত আহাম্মেদ (শিক্ষানবিশ রিপোর্টার)

দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আদর্শ একাডেমি, ভোলা এর শিক্ষা সফর-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা এ শিক্ষা সফরে অংশগ্রহণ করেন। শনিবার ভোলার বাংলা বাজার স্বাধীনতা যাদুঘর ও বঙ্গবন্ধু উদ্যানে দিনব্যাপী এ শিক্ষা সফর ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এই দিন অনুষ্ঠানসূচির মধ্যে ছিল সকাল ৮টায় অবিভাবক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি পর্ব। সকাল ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ সকলের জন্য দোয়া কামনা করে যাত্রা শুরু করা হয়। এ সময় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন আদর্শ একাডেমি, ভোলা এর প্রধান শিক্ষক জিয়াউল মোর্শেদ চৌধুরী। শিক্ষার আলো ছড়িয়ে প্রতিষ্ঠানটি গৌরবের ৪০ বছর পার করে যাচ্ছে। অত্র স্কুল থেকে এই নিয়ে ৩৮তম শিক্ষা সফর-২০২৩ এর আয়োজন করা হয়েছে। এ শিক্ষা সফরকে সফল করতে যারা সময় এবং শ্রম দিয়ে বাস্তবায়ন করেছেন তাদের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অভিভাবকবৃন্দ। স্বাধীনতা যাদুঘর ও বঙ্গবন্ধু উদ্যান প্রবেশ করে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকরা আনন্দের সাথে দিনটি উপভোগ করেন। দিনব্যাপী এই অনুষ্ঠানের সফলতা যাদের অক্লান্ত পরিশ্রমে সফল হয়েছে তারা হলেন, শিক্ষা সফর- ২০২৩ বাস্তবায়ন কমিটির আহবায়ক সেলিম রেজা, সদস্য সচিব ইব্রাহিম সবুজসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE