বগুড়ায় ১৭৭ বোতল ফেন্সিডিলসহ র‍্যাবের জালে আটক-১।।

শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধি,

বগুড়ায় ১৭৭ বোতল ফেন্সিডিলসহ মোঃ রুবেল খান(২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। ২৯ আগস্ট( সোমবার) দিবা গত রাত সাড়ে ১১টার দিকে বগুড়া সদরের কলোনি এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে ১৭৭ বোতল ফেন্সিডিল সহ রুবেল খানকে আটক করা হয়। আটককৃত রুবেল খান বরগুনা জেলার নলিচড়ের গছিয়া এলাকার মৃত কামাল হোসেন খানের ছেলে। ৩০ আগস্ট মঙ্গলবার দুপুরে র‍্যাব বগুড়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্ততি জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি পিকআপ ( ঢাকা- মেট্রো-ন-১৯-৭৭৯২) এতে মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে নিয়ে এক ব্যক্তি আসছে।এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি টিম বগুড়া সদরের কলোনি শেরপুর রোডে চেকপোস্ট স্হাপন করে গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশি চলাকালে রাত সাড়ে ১১টার দিকে ওই পিকআপটি আসলে তাহা তল্লাশি অভিযান পরিচালনা করে ১৭৭ বোতল ফেন্সিডিলসহ রুবেলকে আটক করা হয়। সেই সাথে একটি মোবাইল ফোন নগদ টাকা ও মাদক বহনকারী পিকআপটি জব্দ করা হয়। র‍্যাব-১২ বগুড়া এর কোম্পানি কমান্ডার ও কোয়াড্রেন লীডার মোঃ তৌহিদুল মবিব খান জানান, আটককৃত রুবেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।

SHARE