বগুড়ার সোনাতলায় ৩টি মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের -০২ সদস্য গ্রেফতরা

 

 

শাহজাহান আলী বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলায় অভিযান চালিয়ে ৩টি মোটরসাইকেলসহ আন্তঃ জেলা রোর চক্রের সক্রিয় ০২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ জানুয়ারি ( শুক্রবার) বিকালে বগুড়া জেলার সোনাতলা উপজেলায় অভিযান পরিচালনা করে ৩টি মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- বগুড়া সদরের বাংলাবাজার হুকুমপুর গ্রামের মৃত- ফারাজ মুন্সীর ছেলে জাহিদুল ইসলাম(২৬), ও সোনাতলা উপজেলা দক্ষিণ আটকড়িয়া গ্রামের মৃত- সাইফুল ইসলামের ছেলে পাভেল(২৩)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার সোনাতলা থানায়( ওসি) মোঃ রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি টিম বালুয়ারহাট এলাকায় অভিযান পরিচালনা করে,অভিযানকালে ০৩( তিন) টি চোরাই মোটরসাইকেলসহ জাহিদুল ও পাভেল নামের আন্তঃজেলা  দুই চোরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি টিভিএস মেট্রো প্লাস ১১০ সিসি মোটরসাইকেল, হিরো স্পেলেনন্ডার ১১০ সিসি ১টি,ও কালো রংগের রেজিষ্ট্রেশন বিহীন বিভিন্ন গাড়ীর যন্ত্রাংশ দিয়ে তৈরির নম্বর ছাড়া মোট ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সোনাতলা থানায় অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনাতলা থানায় চোরা চালান আইনের মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

SHARE