বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রেনের ধাক্কায় ফল ব্যবসায়ী নিহত।।

শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধি,

বগুড়ার দুপচাঁচিয়ার আলতাফনগর স্টেশনে ট্রেনের ধাক্কায় কাজল চন্দ্র দাস (৩১) নামে এক ফল ব্যবসায়ী ঘটনা স্হলেই নিহত হয়েছে। ১২ নভেম্বর(শনিবার) সকাল পৌনে ১০ টার দিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর স্টেশনের অদুরে এ ঘটনা ঘটে। এ ট্রেন দুর্ঘটনায় নিহত কাজল চন্দ্র দাস দুপচাঁচিয়া উপজেলার পৌর এলাকার পূর্ববোরই কালীতলা মহল্লার ধনঞ্জয় চন্দ্র দাসের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলতাফনগর রেল স্টেশনের পূর্ব পার্শ্বে আউটার সিলনাল সংলগ্ন এলাকায় সান্তাহার থেকে ঢাকাগামী আন্ত;নগর করতোয়া আপ এক্সপেস ট্রেনের ধাক্কায় কাজলের মাথা ও কানে প্রচন্ড আঘাত লেগে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। নিগত কাজল দুই সন্তানের জনক ও বিভিন্ন হাটবাজারে ফল বিক্রি করতেন। স্হানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম ও সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE