পানিতে ভাসছে মনপুরা”কিছু করার নেই”- উপজেলা চেয়ারম্যান

অর্জুন চন্দ্র দে:-
গত পাচঁ দিনের বৃষ্টি ও বন্যার পানিতে ভাসছে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা। বাগান বাড়ীতেও প্রায় ৩ থেকে ৪ ফুট পানি। এ জনপদের মানুষ অতিকষ্টে মানবতার জীবনযাপন করছে। বাজার,রাস্তা, ঘর-বাড়ি, দোকান-পাট, স্কুল-কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি ডুবে আছে পানির নিচে। সমস্যা প্রকট আকার ধারন করলেও পানি নিস্কাশনের কোন ব্যবস্তা করা হয়নি। এখন পর্যন্ত এ উপকূলের বন্যা কবলিত মানুষের সাহায্যে সরকারি-বেসরকারি কোন সংস্থা এগিয়ে আসেনি।

এ দিকে উপজেলা চেয়ারম্যান শেলিনা র্চৌধুরী ঢাকায় অবস্থান করছেন। ভোলা নিউজ থেকে তার সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে, তিনি বলেন আমি পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি, যা করার তারা করবে, আমার কিছুই করার নেই। এলাকার এই বিপদে আপনি ঢাকায় কেন? প্রশ্ন করলে তিনি বলেন,আমি থেকেও কি করবো?

সদর ইউনিয়নের চেয়ারম্যান দ্বীপক চৌধুরী এ বিষয়ে বলেন সবচেয়ে প্লাবিত হয়, হাজিরহাট ইউনিয়ন এবং এর জন্য দায়ী পানি উন্নয়ন বোর্ড, এরা বেড়িরবাধের সুইজ ঘাট মেরামত সঠিক ভাবে করে নাই, ৩ মাসে নষ্ট হয়ে গেছে পানির সুইজগুলো, ফলে পানি সঠিক ভাবে যাওয়া আসা করে না।

অন্যদিকে মনপুরা উপজেলা নিবাহী অফিসার মনপুরায় এ পরিস্থিতি না থাকায়, হতাশা প্রকাশ করেছেন এলাকাবাসী।

SHARE