ইয়ামিন হোসেন

ভোলা নিউজ-১৫.০৪.১৮

ভোলা সদরের রাজাপুর, পূর্ব ইলিশা ও পশ্চিম ইলিশা এই তিনটি ইউনিয়নের সাথে শহরের সংযোগের একমাত্র সেতুটি এখন বিষ ফোঁড়ায় পরিনত হয়েছে। সদর উপজেলার ৩ নং পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের হাওলাদার বাজার এর রিয়াদ ব্রিকস এর পাশের সড়কটির মাঝে একটি কালভার্ট যেন মরনফাঁদে পরিনত হয়েছে।
সড়কটি দিয়ে প্রতিদিন শত শত রিস্কা, মোটরসাইকেল, ভ্যান চলাচল করে, কালভার্টির দুই পাশের রাস্তা মজবুত এবং ভালো থাকায় নতুন চালকেরা দ্রুত গতিতে চালিয়ে উঠিয়েই পরেন, মরনফাঁদে পরিচিতো কালভার্টির মধ্যে,
স্থাণীয়রা জানান দুই পাশের সড়ক ভালো দেখে যানবাহন ড্রাইভারগন প্রতিনিয়ত এই কালভার্টির উপরে এসে দূর্ঘটনার স্বীকার হয়,
স্থাণীয় এক শিক্ষক জানান কোমলমতি ছাএরা সাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার পথে দূর্ঘটনার শিকার হয়, তিনি জানান কর্তৃপক্ষ যেন দ্রত কালভার্টটি মেরামত করে,
নিরব হাওলাদার নামে এক ব্যক্তি জানান আমরা ছেলে মেয়েদের কে স্কুলে দিয়ে টেনশনে থাকি শুধু এই কালভার্ট এর জন্য, কখন পরে যায় নাকি, পশ্চিম ইলিশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেলিম হাওলাদার জানান, এই কালভার্টটি অতি জরুরী মেরামত করা দরকার, আমরা উদ্ধোতন কর্তৃপক্ষ কে একাদিক বার জানিয়ে ও কোন লাভ হয়নি, আশ্বাস দেওয়া পর্যন্ত শেষ।

SHARE