পটুয়াখালী ইপিজেড নির্মানের দাবিতে মানববন্ধন

 

 

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় রপ্তানী প্রক্রিয়াজাতকরণ অঞ্চল ইপিজেড নির্মানের দাবিতে প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার বেলা ১১ টায় গলাচিপা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদার নেতৃত্বে মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা বৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, শিক্ষক বৃন্দ, সামাজিক সংগঠন, পেশাজিবী সংগঠনসহ সর্বস্তরের শ্রেণি পেশার প্রায় ১০ হাজার মানুষ অংশগ্রহন করেন।  এ সময় বক্তব্য রাখেন গলাচিপা ইপিজেড বাস্তবায়ন কমিটির আহবায়ক সংসদ সদস্য এস এম শাহজাদা, সদস্য সচিব গলাচিপা উপজেলা পরিষদ চেয়াম্যান শাহিন শাহ ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে ইপিজেড নির্মাণের দাবি জানান।
মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমারের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।

SHARE