ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আঘাত হানতে পারে উপকূলে।।

ওপার বাংলা

অনলাইন ডেস্ক
কলকাতার আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪-২৫ অক্টোবর পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ লাগোয়া উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। আজ শুক্রবার এক এমনই পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।

এ নিয়ে নয়াদিল্লির আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর আন্দামান সাগর, দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী শনিবার (২২ অক্টোবর) এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। আগামী রোবরাব (২৩ অক্টোবর) অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রথমে এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। পরে তা বাঁক নিয়ে উত্তর দিকে অগ্রসর হবে এবং আগামী সোমবার এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

এদিকে, সম্প্রতি মার্কিন আবহাওয়া গবেষণা সংস্থা সাইক্লোনের দাবি করে জানিয়েছে, বঙ্গোপসাগরে সুপার সাইক্লোন তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার নাগাদ তৈরি হতে পারে সুপার সাইক্লোন। ঘূর্ণিঝড় তৈরি হলে নাম হবে সিত্রাং। যার ঘণ্টায় হাওয়ার গতিবেগ হতে পারে ২২০-২৫০ কিলোমিটার। এর জেরে উপকূল লাগোয়া এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

আগামী সোমবার এ ঘূর্ণিঝড় আরও বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলের কাছে চলে আসবে। এর জেরে উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার। এরপর ঘূর্ণিঝড়ের অভিমুখ কোন দিকে যাবে তা আগামীতে পর্যালোচনা করে জানাবে কলকাতার আবহাওয়া দফতর।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE