ঝুঁকিতে রয়েছে মনপুরা লঞ্চ টার্মিনাল,বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা!!

 

নিউজ ডেস্কঃ-ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার একমাত্র যোগাযোগের মাধ্যম নৌপথ। নৌপথে যোগাযোগ রক্ষাকারী তজুমদ্দিন থেকে মনপুরা উপজেলা হাজির হাট পর্যন্ত সিট্রাক সার্ভিস চালু রয়েছে। সিট্রাক সার্ভিসটিকে লক্ষ্য করে বিগত বিএনপি জামাত জোট সরকারের আমলে নির্মাণ হয় মনপুরা হাজিরহাট লঞ্চ টার্মিনাল। বর্তমানে টার্মিনালটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। মেঘনার প্রবল স্রোতের মুখে পড়ে লঞ্চ টার্মিনালটি প্রায় ৫ থেকে ৭টি লীন খুবই আঁকাবাঁকা হয়ে গেছে। খুব দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। এছাড়াও মনপুরা হাজির হাটের লঞ্চ টার্মিনালটি ঘুড়া ফেরা ও ভ্রমণ পিপাসুদের বিনোদনের কেন্দ্রবিন্দু।। বিষয়টি নিয়ে চরফ্যাশন উপজেলার দায়িত্বপ্রাপ্ত মনপুরার নির্বাহী অফিসার নিকট জানতে চাইলে তিনি জানান, বিষয়টি নিয়ে আমি অতি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে অবহিত করব। বিষয়টি নিয়ে বি.আই.ডব্লিউ.টিসির জেলা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বারবার মুঠোফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।উল্লেখ্য পর্যটন নগরী মনপুরা উপজেলাটির দর্শনীয় স্থানের মধ্যে মনপুরা হাজিরহাট লঞ্চ টার্মিনালটি

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE