চরফ্যাশনে লাভের আশায় তরমুজ খেতে ব্যাস্ত কৃষক

 

 

সম্পাদনায় জেসমিন,,  ফারিহা ইসলাম।বাংলাদেশে তরমুজ একটি জনপ্রিয় ফল। তরমুজের ভেতরের মাংশাল অংশ খেতে খুবই সুস্বাদু। ( দুই) কানি জমিতে তরমুজের চাষ করেছেন নজরুল নগর ১ নং ওয়ার্ডেও কৃষক মিন্টূ মাঝি (৭০)। তার কর্ম জীবনের শুরুটাই হয় কৃষিকাজ দিয়ে। এর পর গত দশ বছর ধরে সে তরমুজের চাষ করে। একবার কিছুটা লোকসান হলেও গত কয়েক বছর ধরে তরমুজের চাষ করে অনেক লাভ হয়েছে কৃষক মিন্টু মাঝির। রবি মৌসুমে তরমুজের চাষ করেন এবং বছরের বাকিটা সময় জেলে কাজ করেন।
অন্যদিকে একই এলাকার কৃষক আকতার (৩৫) জানান, দীর্ঘদিন ধরে কৃষি কাজ করেন। কৃষি কাজের শুরু থেকেই অন্যের জমি নগদ রেখে রবি মৌসুমে তরমুজের চাষ করেন। গত বছরেও তিনি ২,৫০,০০০ (দুই লাখ পঞ্চাশ হাজার ) টাকা খরচ করে দুই কানি জমিতে তরমুজের চাষ করে, প্রায় ৪,৫০,০০০ (চার লাখ পঞ্চাশ হাজার ) টাকার তরমুজ বিক্রি করেছেন। তাই এ বছরও লাভবান হওয়ার আশায় খুশি মনে কাজ করছেন তরমুজ খেতে।
( সম্পাদনায় জেসমিন, উপস্থাপনায় ফারিহা ইসলাম)

SHARE