চরফ্যাশনে বঙ্গবন্ধু গোল্ডকাপে কুকরী-মুকরীর কাছে পরাজিত ঢালচর

চরফ্যাশন প্রতিনিধি,

ভোলা জেলার চরফ্যাসনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল অনূর্ধ্ব- ১৭ আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় চর কুকরী-মুকরী ইউনিয়ন ফুটবল একাদশ ৪-১ গোলে ঢালচর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে।বৃহঃবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় চরফ্যাসন ষ্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে এ টুর্নামেন্টে উপজেলার ১৯টি ইউনিয়ন ও পৌরসভাসহ ২০টি ফুটবল দল অংশগ্রহণ করবে। এ সময় চর কুকরী-মুকরী ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন, ঢালচর ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম হাওলাদারসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতারাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শুক্রবার (১৪ সেপ্টেম্বর) চরফ্যাসন ষ্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল অনূর্ধ্ব- ১৭ আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে বিজয়ী দলকে পুরস্কার প্রদান করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী আলহাজ্ব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। উল্লেখ্য, প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করার লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যাগে সারা দেশে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)।

(আল-আমিন এম তাওহীদ, ৭সেপ্টেম্বর-২০১৮ইং)

SHARE