চরফ্যাশনে দলিল লেখকের অফিস ভাংচুর ও লুটপাটের অভিযোগ।।

চরফ্যাশন প্রতিনিধি।।

চরফ্যাশনের দক্ষিণ আইচা বাজার দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক মো.আনিছুর রহমানের দলিল লেখক অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও গুরুত্ব পূর্ণ জমির কাগজ পত্রসহ গ্রাহকদের জমির দলিল,জমির পর্চা, এবং ব্যাংক পে অর্ডার,দাতা গ্রহিতাদের জমি বিক্রির লেনদেনের টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা।
ঘটনা সূত্রে জানা গেছে, দক্ষিণ আইচা থানা চরমানিকা ৫ নম্বর ওয়ার্ড মৃত ফজলুর রহমান  ছেলে মো. আনিছুর রহমান দীর্ঘদিন যাবত দক্ষিণ আইচা বাজারে দলিল লেখকের পাশাপাশি জাতীয়তাবাদী বিএনপির সাথে রাজনীতি করে আসছে। হটাৎ গত (৫ নভেম্বর) বরিশালে বিএনপির সমাবেশে যাওয়াকে কেন্দ্র করে একই ইউনিয়নের আওয়ামী মৎস্য মৎস্যজীবিলীগ নেতা কামাল হাওলাদরের নেতৃত্বে জসিমউদ্দিন, মনির সর্দার,মিরাজ গাজী, ওহিদ গাজী,আলতাফ সহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জন লোক আনিসের দলিল লেখক অফিসে হামলা চালায় অফিস ভাংচুর করে। এ সময় হামলাকারীরা দলিল লেখক আনিছ কে না পেয়ে তার অফিসে সেবা নিতে আশা চরকুকরি মুকরি ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আশা লোকজনের উপর হামলা চালায়। তাদেরকে হামলা চলাতে নিষেধ করলে। তারদেরকেও ব্যপক মারপিট করে। পরে আহতরা দক্ষিণ আইচা বাজারে পল্লী চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা নিয়ে বাড়িতে চলে যান। দলিল লেখক আনিছুর রহমান জানান, এই হামলার ঘটনায় আমার অফিসে থাকা গুরুত্ব পূর্ণ জমির কাগজ পত্রসহ গ্রাহকদের জমির দলিল,জমির পর্চা, এবং ব্যাংক পে অর্ডার,দাতা গ্রহিতাদের জমি বিক্রির লেনদেনের টাকা নিয়ে যায় হামলাকারীরা।এতে আমার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। দক্ষিণ আইচা বাজার দলিল লেখক সমিতির সভাপতি মো. কামাল পাটোয়ারী জানান, আমাদের সমিতির সাংগঠনিক সম্পাদকের অফিসে হামলার ঘটনাটি খুবই নিন্দনীয় খুব দ্রুতই সমিতির পক্ষ থেকে আইনের আশ্রয় নিবো। অভিযুক্ত কামালকে একাধিকবার ফোন দেয়া হলে রিসিভ করেন নাই। দক্ষিণ আইচা থানার ওসি মো. শাখাওয়াত হোসেন বলেন, হামলার ঘটনা শুনছি লিখিতো অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ভোলা নিউজ / টিপু সুলতান

 

SHARE