চরফ্যশনে ওসি আরিফিনের যোগদানে আতংকিত মাদক ডনরা

মিলি শিকদারঃ
ওসি আরেফিনের যোগদানে আতংকিত চরফ্যাশনের মাদকের ডনরা। দীর্ঘ ৩ বছর আট মাস ধরে প্রায় বন্ধ থাকা মাদকের কারবার ফের শুরু করার জন্য আটঘাট বেধে নেমেছেন চরফ্যশনের পুরোনো গডফাদাররা। কিন্তু ওসি আরিফিনের যোগদানে সব ভেস্তে গেলো মাদক ডনদের।
গতকাল চরফ্যশনের ওসি হিসেবে যোগদানের পর থেকে মাদক কারবারিরা আতংকিত হয়ে পরেছেন। ওসি এনামুল প্রায় ঘাটি গেড়ে বসে দীর্ঘ ৩ বছর ৮ মাসে চরফ্যাশন থেকে মাদকের মূলউৎপাটনের সকল কিছুই করেছেন। যার জন্য সেখানকার মাদক ব্যাবসায়ীদের বড় ধরনের লোকসান গুনতে হয়েছে গত প্রায় ৪ বছরে। হঠাৎ করে গত সপ্তাহে ওসি এনামুল হক এর বদলির খবরে নতুন করে আসার আলো দেখতে পান সাগর মোহনার এই উপজেলার মাদকের লডরা। তিনদিকে নদী ও একদিকে সাগর বেষ্টিত এই উপজেলার গুরুত্ব বুঝে মাদকের বিরুদ্ধে চলমান যুদ্ধের অন্যতম সিপাহশালার ভোলার পুলিশ সুপার মোক্তার হোসেন পিপিএম ঝালকাঠি গোয়েন্দা শাখা থেকে নিয়ে এসে চরফ্যশনের ওসির দায়িত্ব দিলেন এক সময়ের ভোলার আলোচিত ও সফল ওসি এবং মাদক ব্যাবসায়ীদের যমদুত মোঃ সামসুল আরেফিনকে। তিনি এর আগে ভোলায় সদর থানার ওসি তদন্ত, ভোলার গোয়েন্দা শাখার ডিআই ওয়ান, ভোলার কৌশলগত গুরুত্বপূর্ন থানা দৌলতখানের ওসি, চরফ্যশন উপজেলার শষীভুষন থানায় দীর্ঘ ২৮ মাস সফল ওসি হিসেবে দায়িত্বপালন করেছেন। এছাড়াও আরেফিন পটুয়াখালীর রাঙ্গাবালি ও ঝালকাঠির রাজাপু থানায় সফলতার সাথে ওসির দায়িত্ব পালন করেন। এদিকে ওসি আরিফিনের যোগদানে সন্তোষ প্রকাশ করে পুলিশ সুপার মোক্তার হোসেন পিপিএম কে ধন্যবাদ জানিয়েছেন চরফ্যশনের রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতারা। সাথে সাথে চরফ্যাশনের গনমানুষের নেতা আব্দুল্লা আল ইসলাম জ্যাকবের প্রতিও কৃতজ্ঞতা জানান তারা।

SHARE