কোস্টগার্ডের অভিযানে জাটকাসহ স্টীল বডি জব্দ

 

 

মনজু ইসলামঃকোস্টগার্ডের অভিযানে জাটকা ইলিশ সহ একটি ষ্টীল বডি জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৮জানুয়ারী২০২১)কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশন বরিশাল কর্তৃক বরিশাল জেলার বন্দর থানাধীন লাহারহাট চ্যানেলের উত্তর পাড় অসংলগ্ন এলাকার কীর্তনখোলা নদী থেকে একটি ইঞ্জিন চালিত ফাইটার বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ১৪২ মন (৫,৬৮০ কেজি)জাটকা ও একটি ইঞ্জিন চালিত ষ্টীল বডি আটক করা হয়।আটককৃত জাটকা ইলিশ ও ষ্টীল বডি বরিশাল সদর উপজেলার এসিল্যান্ড মেহেদী হাসান(সহকারী ভূমি) ও মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত এর উপস্তিতিতে বিভিন্ন এতিমখানা ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করার পাশাপাশি ইঞ্জিন চালিত ষ্টীল বডি মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়।কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আমিরুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমুহে মা ইলিশ রক্ষা ও জাটকা নিধন প্রতিরোধ, আইন শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণসহ জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা,বন দস্যুতা ও ডাকাতি দমনে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

SHARE