কিশোরগঞ্জে নৌকায় ভোট দেওয়ায় বাড়িঘরে হামলা।

বিশেষ প্রতিনিধিঃ
সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে নৌকায় ভোট দেওয়ায় কিশোরগঞ্জ শহরের গাইটাইল ডুবাইল এলাকায় কিছু বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা রামদা, রড, লাঠিসোটাসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায় বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী গাইটাল এলাকায় সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ঘণ্টাব্যাপী অবরোধের অবসান ঘটে এবং পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গাইটাল ডুবাইল এলাকার খায়রুল ইসলাম ও ইকরামসহ অনেকেই অভিযোগ করেন, উপজেলা নির্বাচনে নৌকায় ভোট দেওয়ায় সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা শহীদুল ইসলামের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। আজিজুল হাকিমের স্ত্রী সুফিয়া জানান, সন্ত্রাসীরা শুধু হামলাই করেনি, তার ঘর থেকে স্বর্ণালঙ্কার, মোবাইল সেটসহ আরও অনেক কিছু লুটপাট করে নিয়ে গেছে। কুপিয়ে অন্তত ১০ জনকে জখম করে বলেও তারা অভিযোগ করেন। হামলায় আহত শিরিন আক্তার নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের কিশোরগঞ্জ ও ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে লতিফাবাদ ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা নির্বাচনে যাইনি। কাউকে সমর্থনও করিনি। গাইটাল নামাপাড়া ও ডুবাইল এলাকার ছোট ছেলেদের ঝগড়াকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে তিনি দাবি করেন।

SHARE