কলম রেখে কাঁধে ত্রাণ নিয়ে ছুটছেন সাংবাদিক ইয়ামিন

টিপু সুলতানঃ
কলম সৈনিক ইয়মিন আজ প্রয়োজনের তাগিদে মানবতার সৈনিক। কলম রেখে ত্রাণ কাঁধে নিয়ে অসহায়দের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন ভোলার তরুণ প্রজন্মের এই মানবতাবাদী সাংবাদিক।
ইলিশা সমাজ কল্যাণ সেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে নদীর পাড়ের অসহায় প্রায় ৩০০ টি পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দেন সাংবাদিক ইয়ামিন হোসেন। ইয়ামিন ইলিশা সমাজ কল্যান স্বেচ্ছাসেবী সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সময় থেকে মনবতার কল্যানে কাজ করে যাচ্ছেন। আজ করোনার মহামারীর এই লকডাউনে নদী ভাংতি এলাকার অসহায়ের পাশে দাড়িয়েছেন সাংবাদিক ইয়ামিন ও তার সংঘঠন।মানবতার কল্যানে কাজ করা এই সময়টাকে আজীবন মনে রাখবে ইলিশার অসহায় পরিবারগুলো ও।

ভোলা নিউজকে সাংবাদিক ইয়ামিন বলেন, আমরা ইলিশার গ্রামে গ্রামে খুঁজে খুঁজে অসহায় মানুষগুলোর কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি,
সেচ্ছাসেবী সংগঠনের কাজই হলো বিভিন্ন দল, সামাজিক সংগঠন ও ধনবানদের কাছ থেকে ত্রাণ এনে গরীবের মাঝে বিতরণ করা। গরীব মানুষরা আমাদের এই সামান্য জিনিসপত্র পেয়ে খুশি হয়ে আমদের মাথায় হাত দিয়ে দোয়া করেন এতেই আমাদের অনেক তৃপ্তি, আর এতেই মনে করি অনেক কিছু পেয়ে গেছি আমরা এবং আমাদের সংগঠন।

SHARE