ওয়াকার ইউনিস পদত্যাগের ৩ কারণ জানালেন

 

স্পোর্টস ডেস্ক ঃ   টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোচের পদ থেকে মিসবাহ-উল-হক ও ওয়াকার ইউনিসের আচমকা পদত্যাগের ঘটনায় তোলপাড় পাকিস্তান ক্রিকেট।বিষয়টি নিয়ে পাক ক্রিকেটে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন পাক দলের সদ্য সাবেক হওয়া বোলিং কোচ ওয়াকার ইউনিস।এভাবে আচমকা পদত্যাগের সিদ্ধান্তই বুদ্ধিমানের কাজ ছিল বলে জানালেন তিনি।ক্রিকেট পাকিস্তানকে রোববার দেওয়া সাক্ষাৎকারে সাবেক ফাস্ট বোলার ওয়াকার বলেন, ‘আমার এই সিদ্ধান্তের পেছনে দুই-তিনটি কারণ ছিল। অবশ্যই এর মধ্যে একটি ছিল পরিবারের সঙ্গে সময় কাটানো।  করোনা পরিস্থিতিতে পরিবারকে সময় দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছিল। ’দ্বিতীয়ত কারণ হিসেবে পিসিবি নতুন চেয়ারম্যান রমিজ রাজার প্রসঙ্গ টানলেন ওয়াকার।  বললেন, ‘চেয়ারম্যান পদে রমিজ রাজকে নিয়োগের পর মনে হয়েছিল তিনি একটি নতুন সেটাপ আনতে চেয়েছিলেন। তাই যখন মিসবাহ পদত্যাগ করলেন, আমিও সেই পথ অনুসরণ করলাম। আমরা যদি এই সিদ্ধান্ত না নিতাম তাহলে আরও বড় সমস্যার তৈরি হতো। এ নিয়ে বিতর্ক চলত। পাক ক্রিকেট বোর্ডের ইতিহাস যা বলে, একটি নতুন সেটাপ দায়িত্ব গ্রহণ করে, তখন আমূল পরিবর্তন হয়। নতুন ও নিজস্ব পদ্ধতি কাজ করে সেই টিম। তাই সবকিছুর বিবেচনায় আমাদের সরে দাঁড়ানোই বুদ্ধিমানের কাজ ছিল।’

SHARE