ঐক্যে আশাবাদী খালেদা

ডেস্ক: ভোলানিউজ.কম,

সম্প্রতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট নামের যে রাজনৈতিক মোর্চা হয়েছে তাতে আশাবাদী কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই ঐক্যকে জনগণের ঐক্য অভিহিত করে দলের নেতাদের সেটি এগিয়ে নিতেও বলেছেন বিএনপিনেত্রী।

গতকাল বিকালে পুরনো ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে খালেদার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘ম্যাডাম আমাদের জন্য দোয়া করেছেন। তিনি আশা করছেন, জনগণের যে ঐক্য আমরা তৈরি করেছি, সেই ঐক্যের মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তিনি (খালেদা) জনগণের মধ্যে যে ঐক্য হয়েছে তা এগিয়ে নিয়ে যেতে বলেছেন।’

নির্বাচনের বিষয়ে খালেদা জিয়ার মত জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে তার সাথে কোনও কথা হয়নি। অনেকদিন পর তার সঙ্গে দেখা হয়েছে তার শারীরিক অসুস্থতা নিয়েই কথা হয়েছে।’

খালেদা জিয়া শারীরিকভাবে খুব অসুস্থ জানিয়ে ফখরুল বলেন, ‘আমরা অবিলম্বে বেগম জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে জোর দাবি জানাচ্ছি। তিনি অত্যন্ত অসুস্থ এবং তার চিকিৎসাও ঠিকমতো হচ্ছে না। পিজি হাসপাতালে রেখে ডাক্তাররা চিকিৎসা করার যে পরামর্শ দিয়েছিল, কর্তৃপক্ষ সেই পরামর্শ গ্রাহ্যই করেননি। তাকে হঠাৎ করেই কারাগারে নিয়ে আসা হয়েছে।’

এসময় খালেদা জিয়াকে আবারও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করে সুচিকিৎসার দাবি জানান। এর আগে দুপুর আড়াইটায় মির্জা ফখরুলসহ দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারস্টার জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে যান।

(আল-আমিন এম তাওহীদ, ১২নভেম্ববর-২০১৮ইং)

SHARE