এবার সাংবাদিককে হুমকি দিলেন চরফ্যাশনের গরুচোর।।

 

চরফ্যাশন প্রতিনিধি।।চরফ‍্যাশনের দক্ষিণ আইচা থানার অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়ন ছাত্রলীগ নেতা সহ-সভাপতির বিরুদ্ধে গরু চুরির ঘটনার সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিক হাসান লিটনকে ছাত্রলীগ নেতার আত্মীয় মুসা’র হুমকি। এই তথ্যটি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আহামেদ আবু জাফর জানতে পেরে তিনি গরু চুরির সংবাদ প্রকাশ করে সাংবাদিক বিপাকে, এই পোস্ট দেওয়ার পর উক্ত চরফ্যাশন দক্ষিণ আইচা থানার অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মিজানকে দক্ষিণ আইচা থানা ছাত্রলীগ (২৬ জুলাই) রাতে প্রেস বিজ্ঞাপ্তি দিয়ে কারন দর্শানের নোটিশ দেখিয়ে সাময়িক বহিষ্কার করা হয়। প্রেস বিজ্ঞাপ্তিতে ১৫নং অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. মিজানুর রহমানকে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে সাময়িক ভাবে সহ- সভাপতি পদ থেকে বহিষ্কার করা হলো এবং আপনাকে কেন বহিষ্কার করা হবে না তার উপযুক্ত কারনসহ লিখিত জবাব পাচ (০৫) কার্যদিবসের মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে দক্ষিণ আইচা থানা ছাত্রলীগ কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। দক্ষিণ আইচা থানা ছাত্রলীগের সভাপতি মো.নিজাম উদ্দিন রাসেল ও সাধারণ সম্পাদক শেখ সাদী লিমনের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে অভিযুক্ত মিজানের মোবাইলে কল দিলে বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। উল্লেখ যে, চরফ্যাশন দক্ষিণ আইচা থানার অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মিজানের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ উঠেছে। শনিবার বিকালে উপজেলার শশীভূষণ থানার আঞ্জুরহাট বাজার সংলগ্ন থেকে চোরাই গরু উদ্ধার করে দক্ষিণ আইচা থানার এস আই সবুজ কর। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ আইচা থানার অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নয়া মিয়ার ছেলে কামরুলের পালিত গরু সপ্তাহখানেক আগে বাড়ি থেকে চুরি হয়ে যায়। এতে কামরুল অনেক খোঁজাখুজির করে গরু পাননি। গত শনিবার বিকাল ৪ টার দিকে গোপন সংবাদে জানা যায় একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আলী মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা মিজান ওই গরু আঞ্জুরহাট এলাকায় বিক্রি করেছেন। ক্রেতা গরুটি বিক্রির জন‍্য বাজারে আনলে নয়া মিয়ার ছেলেখবর পেয়ে গরুটি দাবী করলে মিজানের গরু চুরির ঘটনা ফাসঁ হয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের চাপে মিজানের লোকেরা চোরাই গরু উদ্ধার করে নজরুল নগর ইউনিয়নের মিজান ডাক্তারের জিম্মায় ইউনিয়ন পরিষদে রাখেন। ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রমিজ চৌকিদারের গরুও চুরি করারও অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ওই গরু রমিজ চৌকিদারের বাড়িতে রয়েছে। নজরুল নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড চৌকিদার সৌরভ মৃধা চুরির সততা স্বীকার করে বলেন, চোরাইকৃত গরুটি আমার জিম্মায় রয়েছে। মঙ্গলবার বিকেলে জিঙ্গাসাবাদের জন‍্য মিজানের পিতার জবানবন্দী থানায় নেয়া হয়। যুবলীগ আহবায়ক বাবুল হাওলাদার বলেন,মিজানের সাথে দলীয় অন‍্য কারো সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব‍্যবস্থা নেয়া হবে।

SHARE