আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র করেনি : ভোলায় ওবায়দুল কাদের

 

ষ্টাপ রিপোর্টার  ॥ আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কোন দিন কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি। কিন্তু বার বার ষড়যন্ত্রের শিকার হয়েছে। অন্ধকারের মধ্যে, দুর্যোগের মধ্যে এগিয়ে যাওয়ার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা মৃত্যুর মিছিলে জীবনের জয় গান গাই, আমরা ধ্বংসস্তুপের মধ্যে সৃষ্টির পতাকা উড়াই।
আজ শনিবার (১১ জুন) ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সম্মলনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নের্তৃত্বে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অভিমুখে উন্নয়নের পতাকা হাতে এগিয়ে চলেছি।সম্মেলনে প্রধান অতিথির বক্তবে সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফাযেল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুকে অনিঙ্গন করে আজ বাংলাদশকে উন্নয়নের রোল মডেলে রুপান্তরিত করেছেন। প্রধানমন্ত্রীর নের্তৃত্বে পদ্মা ব্রীজ হয়েছে; যা আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে।সম্মেলনে সম্মনিত অতিথির বক্তব্য রাখেন প্রধানমস্ত্রীর পার্বত্য বিষয়ক উপদেষ্টা আবুল হাসনাত আবদুল্লাহ-এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রাব্বানী, আনিসুর রহমান, ভোলা-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল।
সম্মেলনের সভাপতিত্বে করেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু।সম্মেলনের শেষের দিকে আগামী ৩ বছরের জন্য ফজলুল কাদের মজনু মোল্লাকে ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ও মইনুল হোসেন বিপ্লবকে সাধারন সম্পাদক ঘোষণা করা হয়।উল্লেখ্য, গত ২০১৬ সালের ২০ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

SHARE