সবাইকে কাঁদিয়ে, চলে গেলেন ডাঃ মঈন উদ্দীন

মোঃ আশরাফুল আলমঃ-
গরীবের ডাঃ হিসেবে পরিচিত করোনা যুদ্ধে প্রথম সারির একজন সমর যোদ্ধা, সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মঈন উদ্দীন আজ আর নেই। করোনায় আক্রান্ত হয়ে আজ ভোর ৪.৩০টায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। সুনামগন্জের সন্তান এক সময় ঢাকা মেডিকেল কলেজের মেধাবী ছাত্র ছিলেন তিনি। করোনা রোগীর চিকিৎসা করতে গিয়ে নিজেই করোনায় আক্রান্ত হয়ে ভালো চিকিৎসার জন্যে নিজ দায়িত্বে ঢাকা যান। কিন্তু করোনার মরণ থাবা কেড়ে নেয় তার জীবন।আর ফিরে আসা হয়নি। দুটি শিশু সন্তানসহ স্ত্রী অকালে বিধবা হলেন । ভোলা নিউজের পক্ষ থেকে এই মহৎ ডাঃ এর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই সমবেদনা।

SHARE