শিশু জাহিদের রুহের মাগফেরাতে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ

ভোলা নিউজ-০১.১০.১৮

ভোলা পৌর ৮ নং ওয়ার্ড এর পৌর কাঁঠালি শিশু জাহিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় ।ভোলা পৌর কাঁঠালি বয়াতি বাড়ির মো: সানাউল্লাহ শাকিল এর পরিবারের পক্ষ থেকেপুত্র জাহিদের দোয়া-মোনাজাত তার নিজ বাসভবনে গতকাল সোমবার আছর বাদ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্যোগ্য শিশু জাহিদ ০২/০১/২০১৮ ইংরেজি রোজ মঙ্গলবার ভোলা মেঘনা হেলথ কেয়ার এ জন্মগ্রহন করেন।জাহিদুল ইসলাম জন্মের পর থেকেই হার্ট এত সমস্যায় ভুগতেছিলেন।জাহিদুল ইসলাম ঢাকা মিরপুর ১ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন,পরে ঢাকার ধান্মন্ডি ৯ নং রোড এ উইমেনস চিল্ড্রেন এন্ড জেনারেল হসপিটাল এর আই সি ইউ এর কক্ষে গতো ২৮ সেপ্টেম্বর রোজ সুক্রবার পবিত্র জুমার দিন সকাল ৮ টায় ইন্তেকাল করেন(ইন্নানিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)

এইচ আ

SHARE