মনজু ইসলামঃ
ভোলা নিউজ-২৯.১৯.১৮
নিজের শখের বাইক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেছে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের আবুল কাশেম । যাত্রীবাহী মোটরসাইকেল ড্রাইভ করতেন ২২ বছর বয়সি এ যুবক।
কাশেম এর পরিবার সূত্রে জানা যায়, রাজাপুর ইউনিয়নের জনতা বাজার এলাকার ৫নং ওয়ার্ডের জালাল আহমেদ ফরাজী ছেলে আবুল কাশেম প্রথমে টমটম ড্রাইভার ছিলেন কিন্তু হঠাৎ তার শখ হয় যাত্রীবাহী মোটরসাইকেল দিয়ে যাত্রী যাতায়াত করবে।
আর পূরণ ও হয়েছে সেই স্বপ্ন কিন্তু শখের হোন্ডা দূর্ঘটনায় যে তার মৃত্য হবে কে জানতো সেই কথা? গত ২৬ অক্টোবর বিকালে ইলিশা সড়কে দেলু সাহেব এর বাড়ীর দরজায় হোন্ডায় দূর্ঘটনা আহত হয় কাশেম ও তার এক যাত্রী পরে তাদের মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কাশেম এর অবস্থা বেগতিক দেখে বরিশাল রেফার করেন বরিশাল থেকে আবার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষনা করেন।