মৌসুমি প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ভোলা কালচারাল স্কুলের সাফল্য

জে এম ফিরোজঃ-
ভোলায় শুরু হলো শিশুদের দলগত পরিবেশনা মৌসুমী প্রতিযোগীতা-২০১৯। গত ৪সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে শুরু হওয়া এই প্রতিযোগীতার উদ্ভোদন করেন ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন।

ভোলা উপজেলা কম্প্লেক্স ভবনে অনুষ্ঠিত এ প্রতিযোগীতায় চতুর্থ শ্রেনী থেকে দশম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীরা সর্বোচ্চ চারজন করে দলগত ভাবে বিভিন্ন বিষয়ে অংশগ্রহন করে। ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুজ্জামান খানের সভাপতিত্বে হওয়া প্রতিযোগীতায় মোট ছয়টি বিষয়ে শুধুমাত্র প্রথম স্থান অধিকারী দলগুলো ৭-৮সেপ্টেম্বরে জেলা পর্যায়ে প্রতিযোগীতা করবে। জনাব সাইফুজ্জামান বলেন, এ ভাবে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা হওয়ার পর অাগামী ১৬ই সেপ্টেম্বর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে পুরস্কার বিতরন করা হবে।
ভোলা সদর উপজেলার সকল সহকারী শিক্ষা কর্মকর্তাগন উক্ত প্রতিযোগীতার সার্বিক সহযোগীতা করেন।

উল্লেখ্য প্রতিযোগিতায় ভোলা কালচারাল স্কুলের অভিনয় বিভাগের শিক্ষার্থী বৃন্দ উপজেলা পর্যায়ে ১ম স্থান অধিকার করে জেলা পর্যায়ে তাদের পরিবেশনা উপস্থাপন করে তৃতীয় স্থান অধিকার করে।

SHARE