মনপুরায় ১ম বিভাগে ডিগ্রী পেলেন সেরাছাত্র মাহাতাব সুমন।

মনপুরা প্রতিনিধিঃ-
মনপুরা সরকারি কলেজ ঘোষনার প্রথম ধাপের ফলাফলে সেরা ফলাফল অর্জন করে প্রথম বিভাগে ডিগ্রী পেলেন মাহাতাব সুমন। তার ফলাফলে নতুন চকম এনে দিলো মনপুরা সাধারন ছাত্রদের মাঝে।

মাহাতাব সুমন ভোলা জেলার মনপুরা উপজেলার ফৈজুদ্দিন এলাকার কৃতি সন্তান ও মুসলিম পরিবারের সন্তান। তার পিতা জামাল উদ্দিন ফরেজী,একজন সৎ ও ন্যায় পরায়ন সমাজসেবক, সুমন বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন।
তিনি সাধারন মানুষের কাছে অতিজন জনপ্রিয়। সমাজসেবাও তিনি অনেক কাছে প্রশংসিত হয়ে আছেন।

SHARE