মনপুরায় সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত।।

 

।শহিদুল ইসলাম মনপুরা প্রতিনিধি।মনপুরা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে উপজেলা মৎস্যকর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।শনিবার দুপুর ১২টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিপাদ্য বিষয়কে সমানে এনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভার সভাপতিত্ব করেন উপজেলা মৎস্যকর্মকর্তা ভিক্টর বাইন। উপজেলা মৎস্যকর্মকর্তা ভিক্টর বাইন জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচী তুলে ধরেন ও তা বাস্তবায়নে সবার সার্বিক সহযোগীতা কামনা করেন।এই সময় উপস্থিত ছিলেন মনপুরা প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, প্রেসক্লাব সহ-সভাপতি ও দৈনিক ভোলা নিউজ প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ অহিদুর রহমান , সাবেক সাধারন সম্পাদক ও ইত্তেফাক সংবাদদাতা মোঃ ছালাহউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি আব্দুল্লাহ জুয়েল, আমার সংবাদ প্রতিনিধি মোঃ মামুন প্রমুখ।

SHARE