নুরুদ্দিন আল মাসুদ #
সারা দেশে চলছে পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ ২০১৯ ইং,সেবা কর্মসূচি বাস্তবায়নে দ্বীপ মনপুরা জনগনের কাছে কাছে গিয়ে পরিবার পরিকল্পনার গুরুত্ব তুলে ধরছেন পরিবার পরিকল্পনা মাঠ কর্মীরা।
সেবা ও প্রচারনার মান যাচাইয়ে মাঠ প্রস্তুত রাখা হয়েছে পঃ পঃ পরিদর্শকদের এবং অতি গুরুত্ব সহকারে পুরো বিষয়টি সর্বক্ষণিক মনিটরিং করছেন উপজেলা কর্মকর্তা ডাঃ আশ্রাফুল ইসলাম।
প্রতি বছরের ন্যায়ে এ বছর সম্পূর্ন ব্যতিক্রম ভাবে সকল মাঠ কর্মীদের মাঠে সাজিয়ে রাখা হয়েছে বলে জানান সেবা গ্রহনকারীরা। গ্রুপিং করে উঠানবৈঠক,বাড়ীতে বাড়ীতে গিয়ে প্রচারণা ও লিফলেট দিয়ে নব দম্পতিদের পরিবার পরিকল্পনার গুরুত্ব তুলে ধরার খবর পাওয়া যায়।
অন্যদিকে উপজেলা অফিসেও সার্বক্ষনিক নব গ্রহিতাদের সেবাসহ ঔষধাগার ও পন্যাগার খোলা রাখা হয়েছে বলে জানান অফিস কর্মচারীবৃন্দ।
সেবা সপ্তাহ নিয়ে আসছে বিস্তারিত…..