মনপুরার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গৌ-খাদ্য বিতরন

মোঃ-শহিদুল ইসলাম#

ভোলার মনপুরায় ঘূর্ণীঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত গবাধি পশুর ১২০ খামারীদের মধ্যে গৌ-খাদ্য বিতরন উদ্ভোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ ভবনের সামনে খামারীদের মাঝে গো-খাদ্য বিতরন উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা।

গো-খাদ্য বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, গো-খামারের সাধারণ সম্পাদক মোঃ সাহাবউদ্দিনসহ সকল খামারীগন।

উল্লেখ্য গো-খাদ্য প্রতি খামারীগন ৫৫ কেজি বুশি ও ২০ কেজি করে খৈল পেয়েছেন।

SHARE