মনপুরা (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার মনপুরায় ১৬ শত দুঃস্থ অসহায় পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের সামনে এই চাল বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ৪০ কেজি করে চাল দেয়া হয়।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগ সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, মনপুরা থানার অফিসার ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসেন, ট্যাগ অফিসার দারিদ্র বিমোচন কর্মকর্তা মোকাম্মেল হক, মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম ও সাংবাদিকগণ।