মনপুরায় মেঘনার পাড়ে ভেসে এলো জেলের মরদেহ।।

 

মনপুরা প্রতিনিধি।।

মনপুরায় মেঘনার পাড়ে ভেসে এসেছে এক জেলের মরদেহ। রোববার সকাল ৬টার দিকে উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট বাজারের পশ্চিম পাশে মেঘনা নদীর পাড়ে মরদেহটি ভেসে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন মনপুরা থানার এস আই মোঃ জামাল।

পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। তবে স্থানীয়রা মরদেহটির ছবি ফেসবুকে পোস্ট করায় তজুমদ্দিন থেকে তাহার পরিবারের লোকজন খবর পেয়ে মনপুরায় আসেন।
পারিবারিক সুত্রে জানা যায়, মৃত ব্যক্তি হলেন তজুমদ্দিন উপজেলার দেওয়ানপুর গ্রামের বাসিন্দা আঃমালেক এর ছেলে মোঃ বেল্লাল হোসেন।

মৃত মোঃ বেল্লাল হোসেন সহ ৫ জন জেলে গত শুক্রবার মেঘনা নদীতে মাছ ধরতে গেলে রাত আটটার দিকে হঠাৎ ঝড়ের কবলে পরে নৌকা ডুবে যায়, নৌকার অপর চারজন সাতরিয়ে উঠতে পারলেও মাঝি মোঃ বেল্লাল হোসেন কে খুঁজে পাওয়া যায়নি।

মনপুরা থানার ওসি (তদন্ত)তরিকুল ইসলাম রাসেল বলেন, রোববার ভোরে এক জেলের মরদেহ ভেসে আসে। তার স্বজনের সনাক্ত করণের ফলে মৃত্যুর বিষয় কোন সন্দেহ না থাকায় জিডি মুলে লাশ আত্মীয় স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তিনি আরো বলেন এ সংক্রান্তে মনপুরা থানায় একটি অপমৃত্যু মামলাও প্রক্রিয়াদিন আছে। যাহার নাম্বার মামলা নং-৩০।।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE