ভোলা সদর উত্তরে ত্রাণ ও স্প্রে হাতে মাঠে নেমেছেন উদ্দীপন

টিপু সুলতানঃ

উত্তর ভোলার প্রাণকেন্দ্র পরানগঞ্জ উপ শহরে মাঠে নেমেছেন উদ্দীপন যুব সংসদ। সভাপতি শিক্ষক নেতা জামাল উদ্দিন বাহারের নেতৃত্বে দিনব্যাপী কর্মসুচীতে অংশ নেন সংশদের সকল সদস্যরা।

উদ্দীপন যুব সংসদের পক্ষ থেকে করোনা ভাইরাসে মহামারীতে গনজামায়েত পরিহার ও সচেতনার জন্য লিপলেট বিতরন, জীবাণু নাষক স্প্রে ছিটানো ও অসহায় ভিক্ষুক ও দরিদ্র প্রায় ২৫টি পরিবারের মধ্যে ত্রানের সামগ্রী বিতরন করেন উদ্দীপন নেতারা।

সভাপতি মোঃ জামাল উদ্দিন বাহার ছাড়াও ওসম্পাদক জাকির হোসেন মনির, মানসুর, জাকির রাড়ী, মন্জুর, রফিক, রফিক বড় সহ উদ্দীপনের সদস্যরা এসময় উপস্থিত থেকে দিনব্যাপী কর্মসুচী বাস্কবায়ন করে।

SHARE