শিক্ষা প্রতিনিধি #
ভোলা বহুল প্রচলিত অনলাইন ভোলা নিউজের পাঠক সভার আগামী ১বছরের জন্য সভাপতি নির্বাচিত হলেন শিক্ষক সোহাগ খান। আজ ৩ সদস্যের শিক্ষা বিষয়ক প্রতিনিধিদের ভোটে সোহাগ খানকে পাঠসভার সভাপতি হিসাবে ঘোষনা করেন ভোলা নিউজের সহ.সম্পাদক( শিক্ষা) জে এম ফিরোজ।
বিজয়ী শিক্ষক সোহাগ খান জানান ভোলা নিউজের পাঠকদের কল্যানে তিনি নিরলস কাজ করবেন।