ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া

মনজু ইসলামঃ
ভোলা জেলা অনলাইন প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২১মে)মোঙ্গলবার ১৫ রমজান ভোলা বাংলাবাজার জেলা অনলাইন প্রেস ক্লাবের প্রধান কার্যালয়ের সামনে একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলে সাংবাদিকদের হয়রানি ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিশদ আলোচনা করেন উপস্থিত বক্তারা।

অনলাইন সংবাদ সবার আগে পাঠকের কাছে পৌঁছে তাই সকল সাংবাদিকদের সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অন্যায়কারী ও অন্যায়ের মদদ দান কারীর মুখোশ উন্মোচিত হয়।

সাধারন মানুষ বিচার পাবে দুর্নীতি ও মাদকবিরোধী কার্মকান্ডের সাথে জড়িত সকল কে বিচারের কাঠগড়ায় আনা সম্ভব হবে।

সভাপতির আসন অলংকৃত করেন জয়যাত্রা টেলিভিশন জেলা প্রতিনিধি, জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ তুহিন খন্দকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের ভোলার সম্পাদক মোঃ শওকত হোসেন, বিশেষ অতিথি ভোলা জেলা তথ্য অফিসার মো: আহসান কবির, ভোলা জেলা রির্পোটার্স ইউনিট সভাপতি আল আমিন শাহরিয়ার, লালমোহন প্রেসক্লাবের সভাপতি আবদুস ছাত্তার, দুলার হাট প্রেস ক্লাবের সভাপতি মো: মোস্তাফিজুর রহমান, নারী নেত্রী ও বাংলাবাজার ফাতেমা খানম প্রভাষক রেহানা ফেরদাউস,ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা সাগর চৌধুরী,ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম সরোয়ার,দৌলতখান রিপোর্টাস ইউনিটের সভাপতি কাজি জামাল,ভোলা নিউজের স্টাফ রিপোর্টার মিলি সসিকদার, সাংবাদিক মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা কামরুন্নাহার শিলা, মো:সিরাজুল ইসলাম, মো: হান্নান, মেহেদী হান্নান, সহ জেলার সকল সাংবাদিক সংগঠনের সাধারন সম্পাদক, অনলাইন, টেলিভিষন, প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্ধ উপস্থিত ছিলেন।
সভায় সঞ্চালনা করেন জেলা অনলাইন প্রেসক্লাবের সহ- সভাপতি একে এম গিয়াসউদ্দিন,

উল্লেখ্য ভোলা জেলার সকল অনলাইন, প্রিন্ট মিডিয়াও ইলেকট্রোনিক্স মিডিয়ার সকল কর্মরত সাংবাদিক উপস্থীত থেকে ইফতারের পূর্বে সাবেক বানিজ্যমন্ত্রী ভোলা – ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহম্মদ এর শারীরিক সুস্থ্যতা কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।

SHARE