ভোলায় রূপালী ব্যাংকের পদোন্নতি পাওয়া দুই কর্মকর্তাকে সংবর্ধনা।।

 

নিজস্ব  প্রতিনিধি।। ভোলায় রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক থেকে মহাব্যবস্থাপক পদে সদ্য পদোন্নতি পাওয়া দুই কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সাথে ব্যাংকের ভোলা জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আমির হোসেনের পদোন্নতি জনিত বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। আজ শনিবার (২৪ জুন) দুপুর ২টার দিকে ভোলা শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্ট হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন রূপালী ব্যাংক ভোলা জোনাল অফিস।
অনুষ্ঠানে রূপালী ব্যাংকের ভোলা জোনাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক রোকনুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য দেন ভোলা কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক প্রশান্ত কুমার দাস।
ভোলা কর্পোরেট শাখার প্রিন্সিপাল অফিসার মাহমুদুল হকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলা বাজার শাখার ব্যবস্থাপক মো. জুলফিকার আলী হায়দার, চরফ্যাশন জিন্নাগর শাখার ব্যবস্থাপক মো. আরমান কিবরিয়া, লালমোহন শাখার ব্যবস্থাপক মো. জহির উদ্দিন।
অনুষ্ঠানে রূপালী ব্যাংক ভোলার ১০টি শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE