ভোলায় মুক্তিযোদ্ধাদের কোটা বহালসহ ১১ দফা দাবিতে অবরোধ

ডেস্ক: ভোলানিউজ.কম,

ভোলায় ৩০% মুক্তিযোদ্ধা কোটা বহালসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ভোলা প্রেসক্লাবের ভোলা মক্তিযোদ্ধা মঞ্চের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রায় ২ ঘন্টা ধরে ভোলা নতুন বাজার প্রেসক্লাব সড়ক অবরোধ করে রাখা হয়। এই কর্মসূচীতে ভোলা জেলার ৬ উপজেলার কয়েক শ মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা অংশ নেয়।

ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো: শফিকুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলার সাবেক কমান্ডা মো: অহিদুর রহমান, দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান, প্রেসক্লাবের আহবায়ক আবু তাহের, দৌলতখান উপজেলার সাবেক কমান্ডার আব্দুর রজ্জাক শশী, লালমোহন উপজেলার সাবেক কমান্ডার মো: শাহজাহন, চরফ্যাশন উপজেলার কমান্ডার আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা আমীর হোসেন বাচ্চু, মুক্তিযোদ্ধা যুব কমান্ড এর সভাপতি মো: আজিজুল ইসলাম, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আহবায়ক হামিদুর রহমান হাসিব,সদস্য সচিব আদিল হোসেন তপু,যুগ্ন-আহবায়ক তানজিরুল ইসলাম, লালমোহন উপজেলার আহবায়ক আ.ন.ম শাহজাহান দুলাল, চরফ্যাশন উপজেলার আহবায়ক আরাফত হোসেন,সদস্য সচিব আব্বাস উদ্দিন দৌলতখানের আহবায়ক মো: রাশেদুজ্জামান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংস সন্তান কমান্ডের যুগ্ন আহবায়ক মো: এমরান হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান সাব্বিরুল ইসলাম তুরাজ, মো: মাকসুদুরর রহমান, সাহিন সরোয়ার, মো: সোহেল প্রমুখ।

(আল-আমিন এম তাওহীদ, ৩০অক্টোবর-২০১৮ইং)

SHARE