ভোলায় বাপ্তা ইউনিয়নের রাস্তা এখন মরণ ফাঁদ

টিপু সুলতান #
বাপ্তা হাজির হাট টাওয়ার সংলগ্ন মানুষের চলাচলের রাস্তা নাকাল অবস্থায় পরিনত হয়েছে।
বাপ্তা হাজির হাট টাওয়ার সংলগ্ন১নংও২নংওয়ার্ডের মানুষের চলাচলের রাস্তা প্রতিহিংসার কারণে নাকাল অবস্থায় পরিনত হয়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন কয়েকশো লোক চলাচল করে এমনকি জলেখার বিলের ক্ষেত খামারে লোক চলাচল করে।বৃষ্টি এলে এ রাস্তাটি পানিতে ভরে যায়, এলাকার ও ক্ষেত খামারে লোকজনের চলাচলের খুবই কষ্ট হয় এ রাস্তাটি দিয়ে। এলাকার মেম্বাররা এ রাস্তাটি মেরামত করার কোন পরিকল্পনা নেয়না এমনকি তাদেরকে এ রাস্তার ব্যপারে কিছু বললে কোন গুরুত্ব দেয়না। এলাকার বাসীর ও ক্ষেত খামারের লোকের আবদার এ রাস্তাটি যেন দ্রুত মেরামত করেদেয়।

SHARE