ভোলায় বঙ্গবন্ধু’র দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালিত।।

 

ষ্টাপ রিপোর্টার।।বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ভোলা জেলা শাখার নব গঠিত কমিটির এর উদ্যােগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন উপলক্ষে আনন্দ র‌্যালি কেক কাটা হয়েছে।বুধবার (২৭ জুলাই) বিকেলে জেলা স্বেচ্ছাসেবকলীগের ব্যানারে জেলা স্বেচ্ছাসেবকলীগের নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন রনির নেতৃত্বে এই আনন্দ র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলা স্কুল মোড় নবারুণ সেন্টারের সামনে এসে শেষ হয়।এসময় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ কেক কেটে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপন করা হয়।এতে নবনির্বাচিত ভোলা জেলা শাখার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম কচি ও যুগ্মসাধারণ সম্পাদক ইসমাইল হোসেন নয়নসহ স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

SHARE