ভোলায় ফসলের সাথে শক্রতা

স্টাফ রিপোর্টারঃ

ভোলা নিউজ-২৮.০৯.১৮

ভোলায় ফসলের সাথে এ কেমন শক্রতা? দু’দিন ধরে প্রশ্নটি সকল কৃষকের মুখে মুখে। উত্তর মেলাতে প্রশাসন নিশ্চুপ। নিশ্চুপই বা কেন থাকবেন না ফসলতো আর পাত্তি দেবেনা। আর ফসলের মালিক একজন কৃষক দিলেও আর কত দিবেন? এসব হিসেব মিলাতেই ভোলার প্রশাসনের কাঠ পোকারা ব্যাস্ত। ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ৯নং ওয়ার্ডের এক কৃষকের ১২ শতাংশ জমির ধান গাছ উপরে ফেলেছে দৃর্বক্তরা।

মঙ্গলবার গভীর রাতে উপরে ফেলেছে বলে ধারনা করছেন কৃষক মফিজুল ইসলাম পাটওয়ারী (৫৫)।

ফসলের মালিক উত্তর দিঘলদী ৯ নং ওয়ার্ডের মোখলেছুর রহমান পাটওয়ারী ছেলে কৃষক মফিজুল ইসলাম পাটওয়ারী জানান, আমি ধান এর ছাড়া রোপণ করে দুই বার সার ঔষধ দিয়েছি, কিন্তু বুধবার সকালে আবার ঔষধ দিতে এসে দেখি আমার ক্ষেতে ধান গাছ নেই, আমি সাথে সাথে স্থানীয় লোকজন কে দেখিয়েছি এবং পুলিশ কে ও জানিয়েছি।

তিনি আরো জানান, তার সাথে তার প্রতিবেশি কৃষক একই এলাকার মৃত্যু হাশেম খানের ছেলে আজিজুল খানের সাথে জমি নিয়ে বিরোধ চলছে আর তারই শক্রতা বর্শত এই ধানের ছাড়া তারা উপরে পেলেছে,তবে এই বিষয়ে আজিজুল খানের বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

এই বিষয়ে ভোলা সদর থানার এ এস আই মোঃ মিরাজ ঘটনাস্থলে গিয়েছেন বলে স্বীকার করেছেন।

ভোলার কৃষকদের চাওয়া এসব মাঠ সন্ত্রাসীদের দৃষ্টান্তমুলক সাজা দিলে আর কখনো এধরনের ন্যাক্কার জনক কাজের সাহস পাবেনা।

SHARE