আকতার হোসেন।। ভোলা ভেদুরীয়া ফেরিঘাট এলাকায় পানিতে পড়ে আমিনুল ইসলাম (২৬) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিখোঁজ আমিনুল ইসলাম ফেরী কৃষ্ণচূড়ায় কর্মরত ছিলেন এবং তার বাড়ি ঝালকাঠি নলসিটি থানায়। তিনি পেশাগত দায়িত্ব পালন করতে ভোলা ভেদুরীয়া থেকে বরিশাল লাহেরহাট ফেরী ঘাটের যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।শুক্রবার সকাল ৮:৪০ টার দিকে পানিতে পড়ে তিনি নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার ইন্স: মোঃ সুমন।স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮:৪০টার দিকে তিনি হঠাৎ ফেরী থেকে পা পিছলে নদীতে পড়ে যান।পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ভোলা থেকে ভেদুরিয়া এসে উদ্ধার অভিযান শুরু করেছে।ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার ইন্স: সুমন জানান, একজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে রয়েছে। আমাদের ডুবুরি টিম ভোলা থেকে ভেদুরিয়া এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। উদ্ধার কার্যক্রম শেষে বিস্তারিত বলা যবে।ভোলা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন ফকির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কার্যক্রম অব্যাহত রয়েছে।
ভোলা নিউজ / টিপু সুলতান